মুজফফরপুর, ১৪ সেপ্টেম্বর – নদীপথে স্কুলে যাওয়ার সময় শিশুদের নিয়ে তলিয়ে গেল যাত্রিবাহী নৌকা। ২০ জন শিশুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ১৮ জন শিশু। বৃহস্পতিবার সকালে ঘটনা ঘটে বিহারের মুজফফরপুরে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শিশুদের নিয়ে বাগমতী নদী পার হচ্ছিল যাত্রীবাহী নৌকাটি। মাঝনদীতে আসতেই সেটি উল্টে যায়। শিশুদের বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় ২০ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি।