শারীরিক অসুস্থতা দেখিয়েও জামিন নাকচ পার্থ অর্পিতার 

পার্থ ও অর্পিতা চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

কলকাতা,৭ জানুয়ারী — শারীরিক অসুস্থতার ছুঁতো দেখিয়েও জামিন মিললো না পার্থ অর্পিতার।  পৃথকভাবে জামিনের আবেদন করেননি দু’জনের কেউ। কিন্তু দু’জনেই ভার্চুয়ালি অংশগ্রহণ করে নগরদায়রা আদালতের বিচারকের উদ্দেশে বলেন, ‘শরীর ভাল নেই।’ তারপরেও অবশ্য জামিন হল না শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ।

আরও একমাস দু’জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ৭ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে।

এদিন পার্থর উদ্দেশে বিচারক জানতে চান কিছু বলার আছে কি না। তিনি তাঁর শারীরিক অবস্থার কথা জানান। বলেন, তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না জেলে।


অন্যদিকে অর্পিতাকেও বলতে শোনা যায় , তাঁর শরীর ভাল নেই। জেল কর্তৃপক্ষ, চিকিৎসক সবাইকে সবটা বললেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে জেলের কক্ষ নিয়েও সমস্যার কথা জানান অর্পিতা। তিনি বলেন, ওই পরিসরে থাকতে তাঁর অসুবিধা হচ্ছে। এসব নিয়ে অবশ্য কোনও নির্দেশ দেননি বিচারক। তবে দু’জনেরই চিকিৎসা ও ওষুধপত্রের বিষয়টি জেলকর্তৃপক্ষকে দেখার কথা বলেছে আদালত।আগামী শুনানির দিন ৭ ই ফেব্রুয়ারী নির্ধারিত হয়েছে। দেখা যাক সেদিন পার্থ অর্পিতার জামিন মেলে কিনা !