• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে কয়েক দফায় পঞ্চায়েত নির্বাচনের আয়োজন হোক, নতুন দাবি শুভেন্দুর

কলকাতা, ২৩ জুন – পঞ্চায়েত নির্বাচন এক দফায় নয়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে গেলে কয়েক দফায় পঞ্চায়েত নির্বাচনের আয়োজন করা হোক। ফের নতুন দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনে পৌঁছে যান শুভেন্দু ।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার দাবি, প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতে আদালত

কলকাতা, ২৩ জুন – পঞ্চায়েত নির্বাচন এক দফায় নয়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে গেলে কয়েক দফায় পঞ্চায়েত নির্বাচনের আয়োজন করা হোক। ফের নতুন দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনে পৌঁছে যান শুভেন্দু ।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার দাবি, প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতে আদালত নিযুক্ত পর্যবেক্ষকের প্রয়োজন। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনের দফা বাড়ানো হোক। শুভেন্দুর অভিযোগ, বিজ্ঞপ্তি জারির আগে  কমিশন  সর্বদল বৈঠক করেনি। ফলে পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়ে গেছে । তাঁর প্রশ্ন, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন প্রত্যাহারের তথ্য কেন কমিশনের নথিতে  নেই  ?

তাঁর কথায়, “বিরোধীদের মনোনয়নই করতে দেয়নি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেইজন্যেই কি দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন প্রত্যাহারের তথ্য কমিশনের নথিতে নেই?” তাঁর দাবি, সাংবাদিক সম্মেলন করে সমস্ত তথ্য সামনে আনতে হবে কমিশনকে। পাশাপাশি নির্বাচন  সংক্রান্ত সব তথ্য কমিশনের ওয়েবসাইটে যুক্ত করার দাবি জানান তিনি।