পাকিস্তান:- বিশ্বকাপে ব্যর্থতা নিয়েই ফিরতে হয়েছে পাকিস্তান দলকে। সেমিফাইনাালের টিকিট পেতেই ব্যর্থ হয়েছে পাক দল। মনে করা হচ্ছে, এই পরিস্থিতিতে বাবর আজমের সিংহাসনও বেশ টলমল। দেশে ফিরেই কি নেতৃত্ব ছাড়তে চলেছেন বাবর আজম? এমনই একাধিক প্রশ্ন নিয়ে ভারত ছাড়ল পাকিস্তান দল। সূত্রের খবর, রবিবার সকালেই পাকিস্তান দলের একাধিক সদস্য কলকাতা থেকে দুবাইয়ের বিমান ধরেছেন। বাকি সদস্যরা দীপাবলির রাতেই কলকাতা ছাড়বেন। প্রথমে এশিয়া কাপ তারপর বিশ্বকাপে ব্যর্থতার জেরে ঝড় উঠতে চলেছে পাকিস্তান ক্রিকেটে। ফলে ব্যাপক রদবদলেরও সম্ভাবনা আছে। শুধু অধিনায়ক বদল নয়, একইসঙ্গে পরিবর্তন হতে পারে প্রশাসনিক এবং কোচিং স্টাফদের পদেও। জানা গিয়েছে, বিশ্বকাপের আগে এশিয়া কাপেও ব্যর্থ পাকিস্তান। সুপার ফোর পর্বে হার, ফাইনালে উঠতে পারেননি বাবররা। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি নিয়ে প্রবল অসন্তোষ ছিল পাকিস্তান টিমের সিনিয়র প্লেয়ারদের মধ্যে। এই তালিকায় ছিলেন বাবর আজম, শাহিন আফ্রিদির মতো প্লেয়ারও।কিন্ত শেষ পর্যন্ত জটিলতার অবসান হয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসে পাকিস্তান দল। সূত্রের খবর, নয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থেকে বিশ্বকাপে যাত্রা শেষ করেছে পাকিস্তান। ইংল্যান্ডের কাছে হারের পর নেতৃত্ব ছাড়া নিয়ে আভাসও মুখ খুলেছেন অধিনায়ক বাবর। সূত্রের খবর, পাক অধিনায়ক বলেছেন, এই বিশ্বকাপ থেকে ভাল বিষয়গুলো নেব। আমাদের পারফরম্যান্স ভাল হয়নি। তবে এখানেই সবকিছু শেষ নয়। একইসঙ্গে পাক দলের অধিনায়ক কিছুটা হতাশা প্রকাশ করে জানিয়েছেন, নতুন করে আমার অভিজ্ঞতা দিয়ে এই দলের পুনর্গঠনের কাজে হাত দেব। নতুন করে আবার স্বপ্ন দেখব। সূত্রের খবর, জ়াকা আশর ফের নেতৃত্বাধীন পিসিবির ১২ সদস্যের কমিটির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর মাসে। তবে তাঁদের আরও তিন মাস, অর্থাত্ ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাজ চালানোর নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। তার মধ্যেই ঠিক করে ফেলা হবে কে কোন দায়িত্বে আসবেন। জানা গিয়েছে, প্রধান নির্বাচক, ডিরেক্টর অফ ক্রিকেট পদে আসতে পারে নতুন মুখ। জাতীয় দলের কোচিং প্যানেলেও দেখা যতে পারে একাধিক প্রাক্তন ক্রিকেটারকে। বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে প্রধান নির্বাচকের পদে ইস্তফা দিয়েছেন ইনজামাম উল হক। তাঁর জায়গায় দেখা যেতে পারে শাহিদ আফ্রিদিকে।