• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্বাধীনতা দিবসকেই ইস্তফার জন্য বেছে নিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ, বছরের শেষে হবে ভোট

ইসলামাবাদ, ১৫ জুলাই– শুক্রবার রাতে জাতির উদ্দেশে বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন তিনি অগস্ট মাসেই অর্থাৎ পাকিস্তানের স্বধীনতার দিনেই  ইস্তফা দেবেন। ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ (পিএমএল-এন) নেতা শাহবাজ বলেন, ‘‘চলতি বছরের শেষেই দেশে সাধারণ নির্বাচন হবে। সাংবিধানিক বিধি মেনে অগস্টে আমি সরে দাঁড়াব। ক্ষমতা তুলে দেব তত্ত্বাবধায়ক সরকারের হাতে।’’ প্রসঙ্গত, পাকিস্তানের সাংবিধানিক বিধি অনুযায়ী সে

ইসলামাবাদ, ১৫ জুলাই– শুক্রবার রাতে জাতির উদ্দেশে বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন তিনি অগস্ট মাসেই অর্থাৎ পাকিস্তানের স্বধীনতার দিনেই  ইস্তফা দেবেন। ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ (পিএমএল-এন) নেতা শাহবাজ বলেন, ‘‘চলতি বছরের শেষেই দেশে সাধারণ নির্বাচন হবে। সাংবিধানিক বিধি মেনে অগস্টে আমি সরে দাঁড়াব। ক্ষমতা তুলে দেব তত্ত্বাবধায়ক সরকারের হাতে।’’

প্রসঙ্গত, পাকিস্তানের সাংবিধানিক বিধি অনুযায়ী সে দেশে সাধারণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’। আগামী ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। শাহবাজ জানিয়েছেন, সে দিনই পাক প্রধানমন্ত্রী পদে তাঁর মেয়াদ শেষ হবে। পাক সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, সে দিনই প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে ইস্তফা দিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন তিনি। শাহবাজ শুক্রবার বলেন, ‘‘দেশ পরিচালনার যে পবিত্র দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল, আমি তা নিরলস ভাবে পালন করার চেষ্টা করেছি।’’

২০২২ সালের এপ্রিলে তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং একাধিক সহযোগী দল সমর্থন প্রত্যাহার করায় সে দেশের সুপ্রিম কোর্ট পার্লামেন্টে শক্তিপরীক্ষার নির্দেশ দিয়েছিল। পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটাভুটিতে ইমরান গদিচ্যুত হওয়ার পরে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের ভাই শাহবাজ।