• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নিজের বেতন বাড়ানোর দাবি পাকিস্তানের রাষ্ট্রপতির

ইসলামাবাদ, ৩১ আগস্ট– পাকিস্তানে চলছে অর্থনৈতিক সংকট। সম্প্রতি সবকিছুর দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন পাক রাষ্ট্রপতি। সরকারি নথি অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই এবং ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর, অর্থাৎ এই দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি বর্তমানে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০

ইসলামাবাদ, ৩১ আগস্ট– পাকিস্তানে চলছে অর্থনৈতিক সংকট। সম্প্রতি সবকিছুর দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন পাক রাষ্ট্রপতি।

সরকারি নথি অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই এবং ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর, অর্থাৎ এই দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি বর্তমানে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ পাকিস্তানি রুপি বেতন পান। কিন্তু তিনি এখন ঐ দুই ধাপেই বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন।

২০২১ সালের জুলাই থেকে প্রতি মাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি ও ২০২৩ সালের জুলাই থেকে প্রতি মাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ পাকিস্তানি রুপি করার দাবি জানিয়েছেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে তার সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি পাঠান। এতে রাষ্ট্রপতির বেতন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

আশা করা হচ্ছে, তার বেতন বাড়ানোর বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। যদি এই দাবি কার্যকর করা হয়, তাহলে অনেক অর্থ তিনি বকেয়া হিসেবেও পাবেন।