কোম্পানিগুলির দাবি, সপ্তাহে পাঁচদিন কাজ করলে কর্মীদের শারীরিক ও মানসিক চাপ বাড়ে। তার বদলে চারদিন কাজ করলে কাজের উন্নতি ঘটবে। আরও নতুন নতুন ভাবনা মাথায় আসবে। ফলে তুলনামূলক কম সময় কাজ করলেও কাজের মান বাড়বে বলেই মনে করছে সংস্থাগুলি।
লন্ডন, ২৯ নভেম্বর-– যেকোন সংস্থায় কাজ করা নিয়ে মালিকপক্ষ বা কর্মচারীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে ছুটি নিয়ে অভিযোগ দিশাহীন। এবার ভেবে দেখুন আপনাকে যদি সপ্তাহের চারটে দিন কাজ করতে বলা হয়। ভাববেন না মাইনে কাটবে। বাকি তিনদিন বিন্দাস ছুটি কাটান। এ দেশের কর্মীদের জন্য তিনদিন ছুটির বিষয়টি নেহাত অলীক কল্পনা হলেও ব্রিটেনের কর্মীরা কিন্তু
কোম্পানিগুলির দাবি, সপ্তাহে পাঁচদিন কাজ করলে কর্মীদের শারীরিক ও মানসিক চাপ বাড়ে। তার বদলে চারদিন কাজ করলে কাজের উন্নতি ঘটবে। আরও নতুন নতুন ভাবনা মাথায় আসবে। ফলে তুলনামূলক কম সময় কাজ করলেও কাজের মান বাড়বে বলেই মনে করছে সংস্থাগুলি।
© 2024 - All rights reserved.