• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সপ্তাহে মাত্র চারদিন কাজ, কর্মীস্বার্থে সিদ্ধান্ত ১০০টি সংস্থার

লন্ডন, ২৯ নভেম্বর-– যেকোন সংস্থায় কাজ করা নিয়ে মালিকপক্ষ বা কর্মচারীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে ছুটি নিয়ে অভিযোগ দিশাহীন। এবার ভেবে দেখুন আপনাকে যদি সপ্তাহের চারটে দিন কাজ করতে বলা হয়। ভাববেন না মাইনে কাটবে। বাকি তিনদিন বিন্দাস ছুটি কাটান। এ দেশের কর্মীদের জন্য তিনদিন ছুটির বিষয়টি নেহাত অলীক কল্পনা হলেও ব্রিটেনের কর্মীরা কিন্তু

লন্ডন, ২৯ নভেম্বর-– যেকোন সংস্থায় কাজ করা নিয়ে মালিকপক্ষ বা কর্মচারীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে ছুটি নিয়ে অভিযোগ দিশাহীন। এবার ভেবে দেখুন আপনাকে যদি সপ্তাহের চারটে দিন কাজ করতে বলা হয়। ভাববেন না মাইনে কাটবে। বাকি তিনদিন বিন্দাস ছুটি কাটান। এ দেশের কর্মীদের জন্য তিনদিন ছুটির বিষয়টি নেহাত অলীক কল্পনা হলেও ব্রিটেনের কর্মীরা কিন্তু এবার এমনই সুবিধা পেতে চলেছেন।
বিশ্বে এই প্রথমবার ব্রিটেনের একশোটি সংস্থা এবার থেকে কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উপকৃত হবেন অন্তত ২ হাজার ৬০০ কর্মী। বেতনে কিন্তু এর কোনও প্রভাব পড়বে না। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে ব্রিটেনের দুটি বড় সংস্থা। যেখানে কর্মরত কমপক্ষে সাড়ে চারশোজন কর্মী।

কোম্পানিগুলির দাবি, সপ্তাহে পাঁচদিন কাজ করলে কর্মীদের শারীরিক ও মানসিক চাপ বাড়ে। তার বদলে চারদিন কাজ করলে কাজের উন্নতি ঘটবে। আরও নতুন নতুন ভাবনা মাথায় আসবে। ফলে তুলনামূলক কম সময় কাজ করলেও কাজের মান বাড়বে বলেই মনে করছে সংস্থাগুলি।