দুবাইয়ে গ্রেফতার অনলাইন মহাদেব বেটিং অ্যাপ চক্রের বড় মাথা রবি উপ্পল

রায়পুর, ১৩ ডিসেম্বর –  দুবাইয়ে গ্রেফতার হলেন অনলাইন মহাদেব বেটিং অ্যাপ চক্রের বড় মাথা রবি উপ্পল। মহাদেব বুক নামে একটি অনলাইন বেটিং চক্র চালাতেন এই ব্যক্তি। গত ৫ নভেম্বর ভারতে এই বেটিং অ্যাপ নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার দুবাই পুলিশ রবি উপ্পলকে গ্রেপ্তার করে। তাঁকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করেছিল। দ্রুত তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হবে। রতনলাল জৈন, তালরেজা এবং শুভম সোনি নামে তিনজনের কথাও উঠে এসেছে তদন্তে। যদিও তাঁরা বর্তমানে কর্তৃপক্ষকে এড়িয়ে চলছেন।

ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে রবি উপ্পল এবং তাঁর সহযোগী সৌরভ চন্দ্রকরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইডি।  তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় রবিকে। মহাদেব বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গিয়েছিল। এই অ্যাপের সাহায্যে বেআইনিভাবে কোটি কোটি টাকা কামাতেন তাঁরা। এঁরা দুজনেই ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা। ‘মহাদেব বুক’ অ্যাপ থেকে এই দুজন জুয়ার চক্র শুরু করেন।  ধীরে ধীরে দেশের প্রায় সব শহরে ছড়িয়ে পড়ে এই অ্যাপ। এরপর মহাদেব অ্যাপকে আরও ব্যাপকভাবে বাজারে নিয়ে আসেন রবি উপ্পল এবং সৌরভ চন্দ্রকর। সম্প্রতি এই অ্যাপের্ সঙ্গে সরাসরিভাবে যুক্ত চন্দ্রভূষণ বর্মা, সতীশ চন্দ্রকর, অনিল দামানি, এবং সুনীল দামানিকে গ্রেফতার করে ইডি।  জানা গিয়েছেএরা হাওয়ালা মারফত বেটিংয়ের টাকা বিদেশে রবি এবং সৌরভের কাছে পাচার করত। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। গত প্রায় দেড় বছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। উদ্ধার হয়েছে ৪৫০ কোটি টাকা।

বেকার যুবকদের এই অ্যাপ পরিচালনার কাজে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলেন এই দুজন। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যাঁরা রেজিস্ট্রার করতেন, তাঁদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। মূল কাজটা চলত সংযুক্ত আরব আমিরশাহী থেকে। সব মিলিয়ে ৬ হাজার কোটি টাকার লেনদেনের কথা জানা গিয়েছে।


উল্লেখ্য, এই মামলায় নাম জড়িয়েছে বলিউডের। এই বেটিং অ্যাপের অন্যতম মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। যে বিয়ের খরচ শুনে চোখ কপালে উঠবে! ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। সানি লিওনি, টাইগার শ্রফ , নেহা কক্কর-সহ অনেকের নামই উঠে এসেছে। তলব করা হয়েছিল রণবীর কাপুরকেও। এবার রবিকে জিজ্ঞাসাবাদ করলে মামলার নতুন নতুন দিক উঠে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রবি উপ্পল গ্রেফতার হলেও আসল মাথা সৌরভ চন্দ্রকর এখনও পলাতক। ছত্তিসগড়ের সদয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের নামও জড়ায়। সেই সময় এই মহাদেব বেটিং অ্যাপ-সহ ২২টি অনলাইন বেটিং সাইটকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।