উত্তরপ্রদেশে চাকরি থেকে বরখাস্ত একের পর এক আধিকারিক!

উত্তরপ্রদেশ:- যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতার অপব্যবহার, কাজে অবহেলা ও দুর্নীতির অভিযোগে একাধিক আধিকারিককে বরখাস্ত করেছে। সূত্রের খবর অনুযায়ী মুজফফরনগরের আধিকারিক অনুজ স্যাক্সেনাকে দায়িত্ব পালন না করার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও আরেক আধিকারিক শিবশঙ্কর প্রসাদ সিংয়ের বার্ষি বেতন বৃদ্ধি আটকে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্য পুলিশকেও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এটাওয়া জেলার বানি গ্রামে কাজে অনিয়মের অভিযোগে অবধেশ কুমার গুপ্তা, সন্তোষ কুমার যাদব এবং অখিলেশ কুমারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। লেখপালের কনসলিডেশন আধিকারিক ওম নারায়ণকে বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, নবীন কুমার আরও জানিয়েছেন, রাজ্যের সব কনসলিডেশন অফিসারকে নিজেদের অফিসিয়াল দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্রের খবর, জানা গিয়েছে, কনসলিডেশন কমিশনার জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরে মোট ১,৩৪,৪২৫ টি মামলার নিষ্পত্তি হয়েছে। কনসলিডেশন বিভাগের মতো বিদ্যুৎ বিভাগেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আধিকারিক তাঁর পদের অপব্যবহার করেছিলেন। পাশাপাশি দফতরের তহবিল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এছাড়া তার এলাকার তিন থেকে চারটি বাড়িতে অতিরিক্ত দেড়শো থেকে তিনশো মিটার বেআইনি কেবল টানিয়ে বিচ্যুৎ চুরির অভিযোগ উঠেছে।