• facebook
  • twitter
Monday, 25 November, 2024

 ফের মঞ্চে মৃত্যু গায়কের, মনে করিয়ে দিল কে কে-র স্মৃতি

একেবারেই কে কে-র পুনরাবৃত্তি। গান গাইতে গাইতে স্টেজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। মৃত্যু হল জনপ্রিয় ওড়িয়া গায়ক মুরলী মহাপাত্রর। রবিবার রাতে ওড়িশার কোরাপুট জেলায় দুর্গাপুজোর অনুষ্ঠানে গান গাইছিলেন মুরলী। হঠাৎই মাইক ছেড়ে চেয়ারে বসে পড়েন। উদ্যোক্তারা তাঁকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে,

একেবারেই কে কে-র পুনরাবৃত্তি। গান গাইতে গাইতে স্টেজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। মৃত্যু হল জনপ্রিয় ওড়িয়া গায়ক মুরলী মহাপাত্রর।

রবিবার রাতে ওড়িশার কোরাপুট জেলায় দুর্গাপুজোর অনুষ্ঠানে গান গাইছিলেন মুরলী। হঠাৎই মাইক ছেড়ে চেয়ারে বসে পড়েন। উদ্যোক্তারা তাঁকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুরলী মহাপাত্রর। জনপ্রিয় গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মুরলী মহাপাত্রর সহশিল্পীরা জানিয়েছেন, গান গাইতে ওঠার আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি।

মুরলী মহাপাত্রর মৃত্যু মনে করিয়ে দিচ্ছে কলকাতার অনুষ্ঠানের পর গায়ক কেকে-র মৃত্যু। ঘটনাক্রমে অনেকেই মিল পাচ্ছেন নজরুল মঞ্চের অনুষ্ঠানের পর কেকের মৃত্যুর সঙ্গে।