হাসিনার ‘মসনদে’ নুসরত ফারিয়া

ঢাকা: শেখ হাসিনার বায়োপিকে দেখা যাবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে৷ ছবি প্রকাশ্যে আসতেই দুই বাংলায় হইচই৷
নুসরতের অনুরাগীরা দুই দেশেই রয়েছেন৷ ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যাও দুদেশ মিলিয়ে অনেকটাই৷ সেই কারণেই তো শেখ হাসিনার লুকে ছবি আপলোড করা মাত্রই দুই বাংলায় হইচই৷
আসলে শুক্রবার বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মুজিব, একটি জাতির রূপকার’৷ মুজিবুর রহমানের এই বায়োপিকেই মুজিবুরকন্যার চরিত্রে দেখা যাবে নুসরতকে৷ সেই ছবিরই এক ঝলক পোস্ট করলেন নুসরত৷ এক সংবাদমাধ্যমকে নুসরত জানিয়েছেন, এরকম একটা চরিত্রে করতে পেরে নিজেকে খুব লাকি লাগছে৷ এরকম সুযোগ ভবিষ্যতে আর পাব না হয়তো৷ তাই সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মতো৷
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক৷এক সাংবাদিক বৈঠকে শ্যাম বেনেগাল জানিয়ে ছিলেন, “মুজিব ছবিটির নির্মাণ আমার কাছে খুবই আবেগের বিষয় ছিল৷ বঙ্গবন্ধুর জীবনের এতখানি বিস্তার ছবির পর্দায় ফুটিয়ে তোলা কঠিন৷ তাঁর জীবনের মতোই আপোসহীনভাবে চরিত্রটি আমি নির্মাণ করেছি৷ উনি সবসময়েই ভারতের জন্য দারুণ বন্ধু৷ এই পোস্টার দেখে সকলেই তা বুঝবেন আশা করি৷” ছবিটি দেখতে আগ্রহ তুঙ্গে দু’পাডে়র দর্শকমহলেই৷