• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এখনই ভোটের ভাবনা থাবা বসাবে এনডিএ আসনে

দিল্লি, ২৭ জানুয়ারি– লোকসভা নির্বাচনে আর ঠিক ১৫ মাস বাকি। এরই মধ্যে বিজেপি ঘোষণা করে দিয়েছে ২০২৪ লোকসভাতেও নরেন্দ্র মোদিই এনডিএ শিবিরের প্রধানমন্ত্রীর মুখ হতে চলেছে। দলের সভাপতি পদে জেপি নাড্ডার কার্যকালের মেয়াদও বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই গেরুয়া শিবির একাধিক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে। এতো গেল দলের প্রস্তুতি। কিন্তু এরই মধ্যে এক সমীক্ষার তথ্য খানিকটা অস্বস্তির কারণ

দিল্লি, ২৭ জানুয়ারি– লোকসভা নির্বাচনে আর ঠিক ১৫ মাস বাকি। এরই মধ্যে বিজেপি ঘোষণা করে দিয়েছে ২০২৪ লোকসভাতেও নরেন্দ্র মোদিই এনডিএ শিবিরের প্রধানমন্ত্রীর মুখ হতে চলেছে। দলের সভাপতি পদে জেপি নাড্ডার কার্যকালের মেয়াদও বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই গেরুয়া শিবির একাধিক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে। এতো গেল দলের প্রস্তুতি। কিন্তু এরই মধ্যে এক সমীক্ষার তথ্য খানিকটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বিজেপির জন্য।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা বলছে, এই মুহূর্তে দেশে নির্বাচন হলে অনেকটাই কমবে বিজেপি তথা এনডিএ জোটের আসনসংখ্যা। ২০১৯ লোকসভায় এনডিএ জোটের পাওয়া ৩৪০টির বেশি আসন কমে দাঁড়াতে পারে ২৯৮ এ। মুহূর্তে ভোট হলে দল হিসাবে বিজেপির আসন সংখ্যাও অনেকটা কমতে পারে। তারা ২৮৪টি আসনে জয়ের মতো জায়গায় দাঁড়িয়ে। অন্যদিকে কংগ্রেস  নেতৃত্বাধীন ইউপিএ জোটের আসনসংখ্যা অনেকটাই বাড়তে পারে। ২০১৯ লোকসভায় যেখানে ইউপিএ পেয়েছিল ৯০টির কিছু বেশি আসন সেখানে এই মুহূর্তে ভোট হলে তাঁরা পেতে পারে ১৫৩ আসন। শুধু কংগ্রেসের দখলে যেতে পারে ৯১টি আসন। অন্যান্যদের ৯২টি আসনে জয়ের সম্ভাবনা আছে।

কিন্তু সমীক্ষা বাদ দিয়ে যদি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে ভাবা হয় তাহলে সে জাদু কিন্তু আজও অটুট। ৯ বছর ক্ষমতায় থাকার পরও দেশের ৬৭ শতাংশ মানুষ চাইছেন মোদিই ফের প্রধানমন্ত্রী হন। তবে সব মিলিয়ে ২০১৯ সালের তুলনায় ভোট কমছে বিজেপির। এখনই ভোট হলে এনডিএ পেতে পারে ৪৩ শতাংশ ভোট। যা ২০১৯ লোকসভার থেকে ২ শতাংশ কম। অন্যদিকে এখনই ভোট হলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর ভোট শতাংশ বাড়তে পারে। ইউপিএ পেতে পারে ৩০ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২৭ শতাংশ ভোট।