• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এবার ভারত পাক ম্যাচের বিকল্প দিন রাখার সিদ্ধান্ত নিল আয়োজকরা।

ভারত:- বৃষ্টির কারণে ভারত পাকিস্তান ম্যাচ মাঝপথেই ভেস্তে গিয়েছে। সূত্রের খবর, আগামী রবিবার সুপার ফোরে ভারত পাকিস্তান ম্যাচে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলম্বোর আগামী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ৬০ থেকে ১০০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এশিয়া কাপে ফাইনাল ছাড়া আরও

ভারত:- বৃষ্টির কারণে ভারত পাকিস্তান ম্যাচ মাঝপথেই ভেস্তে গিয়েছে। সূত্রের খবর, আগামী রবিবার সুপার ফোরে ভারত পাকিস্তান ম্যাচে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলম্বোর আগামী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ৬০ থেকে ১০০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এশিয়া কাপে ফাইনাল ছাড়া আরও কোনও ম্যাচেই রিজার্ভ ডে ছিল না। সূত্রের খবর, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সুপার ফোরের একমাত্র ভারত পাক ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। গ্রুপ-এ থেকে এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান। আর গ্রুপ-বি থেকে টুর্নামেন্টের সুপার-ফোরের ছাড়পত্র পেয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। জানা গিয়েছে, ইতিমধ্যে লাহোরে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ হয়েছে। তাতে জয় পাওয়ার ফলে এগিয়ে গিয়েছে পাকিস্তান। ১২ই সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সব ম্যাচ জিততে পারলে ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলবে ভারত। গ্রুপ পর্যায়ে এই ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। যদিও নেপালের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে খেলবেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। তিনি সোমবার নেপালের বিরুদ্ধে খেলতে পারেননি। চোট সারিয়ে ফিরে রাহুল প্রথমে কিছু থ্রোডাউন অনুশীলন করেন। পরে শ্রেয়স এবং তিনি একসঙ্গে ব্যাট করেন। অনুশীলনের সময় কোনও রকম অসুবিধা দেখা যায়নি রাহুলের মধ্যে।