দিল্লি, ৮ ডিসেম্বর – সদ্য সমাপ্ত তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে যে ১০ সাংসদ বিজেপির টিকিটে দাঁড়ান এবং জয়ী হন, তাঁরা চলতি সপ্তাহেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার তাঁদেরই সরকারি বাংলো ছাড়তে বলা হল। তাঁদের এক মাস সময় দেওয়া হয়েছে বাংলো খালি করে দেওয়ার জন্য। বিধানসভা নির্বাচনে জিতে আসার পর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। দুদিন পরই সংসদের সচিবালয়ের নোটিস পেলেন ১০ বিজেপি সাংসদ। ৩০ দিনের মধ্যে তাঁদের সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছে সচিবালয়।
কেন্দ্রীয় মন্ত্রীরা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কৃষি মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন অর্জুন মুণ্ডাকে। আদিবাসী উন্নয়ন মন্ত্রীর হাতেই এবার কৃষি মন্ত্রকও থাকবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে জলশক্তি মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। কৃষি প্রতিমন্ত্রী শোভা করইণদালজে-কে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়াকে আদিবাসী মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।