রাহুল গান্ধিকে ১ মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়ার নোটিশ

দিল্লি , ২৭ মার্চ – রাহুল গান্ধিকে এবার সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হল। রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তার মধ্যেই আবার বাংলো ছাড়ার নোটিশ পেলেন রাহুল গান্ধি । সোমবার লোকসভার হাউসিং কমিটির তরফে রাহুল গান্ধিকে সরকারি বাংলো ছাড়ার নোটিস দেওয়া হয়। নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। আগামী এক মাসের মধ্যে রাহুলকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও রাহুল গান্ধির তরফে জানানো হয় এরকম কোনও নোটিস তাঁরা পাননি।

২০০৪ সাল থেকে সাংসদ পদে রয়েছেন রাহুল গান্ধী। ফলে সাংসদ কোটায় নয়া দিল্লির  ১২, তুঘলক রোডে বাংলো পান তিনি। কিন্তু,  গত ২৩ মার্চ রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সাংসদ পদ খারিজ হওয়ায় ওই সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দিল লোকসভা হাউসিং কমিটি।

যদিও সুরাট আদালতের রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধি  উচ্চ আদালতে যাবেন বলে খবর। কিন্তু, তার আগেই, সাংসদ পদ খারিজ হওয়ার পাঁচদিনের মাথায় সরকারি বাংলো ছাড়ার নোটিস দেওয়া হল ।


প্রসঙ্গত, পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত ২২ মার্চ রাহুলকে দোষী সাব্যস্ত করে দু-বছরের কারাদণ্ড দেয় সুরাট আদালত। তার একদিন পরই আদালতের রায়ের ভিত্তিতে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ।যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার রাহুলকে  সরকারি বাংলো ছাড়ার নোটিস দেওয়ায় ফের ঝড় উঠবে বলে অনুমান রাজনৈতিক মহলের।