৭ মাস কাজ করে মাইনের বদলে জুটেছে হেনস্থা, কারখানার ভেতরেই চরম সিদ্ধান্ত ৭ কর্মীর

ইন্দোর, ২ সেপ্টেম্বর —  মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মধ্যপ্রদেশের ইন্দোর । অপমানে-বিনা বেতনে কারখানার ভেতরেই জীবনস্নাসের চেষ্টা করলেন সাতজন কর্মী। অভিযোগ, টানা সাত মাস ধরে কাজের পরেও বেতন মেলেনি। পাওনা টাকা চাইতে গেলেই বদলি করে দেন মালিক। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। গতকাল বৃহস্পতিবার ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেন কারখানার সাতজন কর্মী।

ইন্দোরের একটি বেসরকারি সংস্থার সাতজন কর্মী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অসুস্থ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বর্তমানে তারা বিপদমুক্ত।

সূত্রের খবর, ওই কারখানায় কয়েক হাজার কর্মী কাজ করেন। উৎপাদনের কাজ চালু থাকলেও, বিগত সাত মাস ধরেই কোনও কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন দেওয়ার দাবি নিয়ে কর্মীরা বেশ কয়েকবার মালিক কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। এরপরেই চরম হতাশায় তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।