ভদোদরা, ১২ ডিসেম্বর– ফের গুজরাতের মসনদে ভূপেন্দ্র প্যাটেল । সোমবার গুজরাতের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও ভূপেন্দ্র আদতে গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রী। গান্ধিনগরের ভূপেন্দ্র প্যাটেলের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ ছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এছাড়াও উপস্থিত ২০০ জন সাধুর আশীর্বাদ গ্রহণ করেন গুজরাটের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।
গত সেপ্টেম্বর মাসে বিজয় রুপানিকে সরিয়ে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী করা হয়েছিল ভূপেন্দ্র প্যাটেলকে। এদিন রাজ্যপাল আচার্য বেদব্রত শপথবাক্য পাঠ করান ভূপেন্দ্রকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন ভূপেন্দ্র প্যটেল মন্ত্রীসভার ১৬ জন মন্ত্রী। এদের অধিকাংশই বিগত মন্ত্রীসভাতেও ছিলেন।
এদিনের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তো বটেই। সঙ্গে ২০০ জন সাধুর উপস্থিতিতে বর্ণময় হয়ে ওঠে শপথগ্রহণ অনুষ্ঠান। পাশাপাশি দর্শকাসনে ছিলেন বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। ওবিসি ছাড়াও তপশিল ও আদিবাসী মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গেরুয়া শিবিরের অঙ্ক বলছে, ২০২৪ সালের লোকসভা ভোটে ও পরবর্তী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন থেকেই কৌশলে প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির।
গত ৮ ডিসেম্বর গুজরাট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। পুরনো রেকর্ড ভেঙে ১৫৬ আসনে জয় পেয়েছে বিজেপি । আসন কমেছে কংগ্রেসের । তারা ১৭টি আসন জিতেছে। অন্যদিকে ৫টি আসন পেয়ে গুজরাটে খাতা খুলেছে আপ । এরপর গত ৯ ডিসেম্বর নিজের মন্ত্রিসভা-সহ পদত্যাগ করেন ভূপেন্দ্র প্যাটেল।