একবার নয় চারবার লটারিতে লাখোপতি অনুব্রত ,রহস্য ভেদে সিবিআই 

বীরভূম ,৮  নভেম্বর — গরুপ্রচার কাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করার পর ,ধীরে ধীরে বেরিয়ে আস্তে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।তদন্তে সূত্রে জানা যায় গতবছর ডিসেম্বরে অনুব্রত  লটারিতে ১ কোটি  টাকা জিতেছিলেন।সেই নিয়ে হৈ চৈ পরে যায় বাংলা জুড়ে।সেই সূত্র ধরেই সিবিআই আগত্বে থাকে এবং এখনো পর্যন্ত জানা যায় যে অনুব্রতএকবার নয় বরং চারবার লটারিতে লাখোপতি হয়েছেন।আদৌ তা জেতা নাকি কালো টাকা সাদা করার ধান্দা  তা জানতে তদন্তে নেমেছে সিবিআই। 

 

চাঞ্চল্যকর বিষয় হলো যেখানে সাধারণ মানুষ লটারিতে ভাগ্য  ফেরাতে গিয়ে নিজের সব কিছু হারিয়ে সর্বশান্ত হন। সেখানে অনুব্রতর ভাগ্য এতটাই ভালো যে একবার নয় চারবার লটারি জিতেছেন তিনি।সিবিআই সূত্রে খবর, অন্তত আরও তিনটি লটারি খেলায় বাম্পার পুরস্কার জিতেছিলেন বাপ-বেটিতে। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের  ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও দুটি লটারির টাকা ট্রান্সফার হয়েছে। যার পরিমাণ ৫১ লক্ষ টাকা।তা ছাড়া ২০১৯ সালে অনুব্রত আরও একটি লটারিতে ১০ লক্ষ টাকা পেয়েছিলেন। সেই টাকার হিসাবও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে।

 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার বলে যাচ্ছেন যে, ডিয়ার লটারির সঙ্গে শাসক দলের কালো টাকা সাদা করার সংযোগ রয়েছে । শুভেন্দু এও কটাক্ষ করেছেন যে, ‘রাজ্য লটারিকে তুলে দিয়ে ডিয়ার আসলে তৃণমূলের টাকা জোগানোর মাধ্যম। এটা আসলে ভাইপো লটারি।’