আর নয় বিদেশের ভরসা, ভারতের মাটিতেও রয়েছে লিথিয়াম খনি
জম্মু, ১০ ফেব্রুয়ারি– ভারতে এই প্রথম খোঁজ মিলল লিথিয়াম খনির। সরকারিভাবে বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। বিজ্ঞানীদের অনুমান, এই খনিতে প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়াম রয়েছে। উল্লেখ্য, লিথিয়াম আদতে একটি লৌহঘটিত ধাতু এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে অন্যতম প্রধান উপাদান। বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রক টুইট করে জানায় যে, “জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জম্মু