দেশে অকাল সাধারণ নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে নীতীশের মন্তব্য, ‘‘আমি গত সাত-আট মাস ধরে বলে আসছি যে, বিরোধী ঐক্যের কারণে বিজেপি বড় ক্ষতির আশঙ্কা করছে। তাই তারা আগেভাগেই লোকসভা নির্বাচনের পথে হাঁটতে পারে।’’ নীতীশের দাবি, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠকে আরও মজবুত হবে বিরোধী ঐক্য। নতুন কয়েকটি দল তাঁদের সহযোগী হতে পারেন বলেও বিহারের মুখ্যমন্ত্রীর দাবি।
যে দিন নীতীশ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন, সে দিনই বিহারে জাতগণনা ঘিরে মামলায় হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে নীতীশ বিরোধী সুর চড়াল নরেন্দ্র মোদি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের পেশ করা হলফনামায় বলা হয়েছে, ‘‘১৯৪১ সালের আদমশুমার সংক্রান্ত আইন অনুযায়ী এক মাত্র কেন্দ্রই যে কোনও জনগণনা করতে পারে। তবে রাজ্যগুলি চাইলে কোনও সমীক্ষা করতে পারে।’’কেন্দ্রের এই হলফনামার পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।