রাম-রাবনের ময়দানে মোদি-নীতিশ, পোস্টার ঘিরে উত্তাল বিহার

পাটনা, ১৫ জানুয়ারি– রাজনীতিতে সবই সম্ভব। পূরণের ভিলেনরাও এখানে জীবন্ত হয়ে ওঠেন। মুখের এড পরিবর্তন করে দিলেই হয়। যেমনটা করা হয়েছে বিহারে। নীতীশ কুমার রাম, নরেন্দ্র মোদি রাবণ! বিহারের মুখ‌্যমন্ত্রী কৃষ্ণ, প্রধানমন্ত্রী কংস! পুরাণের ‘খলনায়কদের’ আদলে প্রধানমন্ত্রীর ছবি বসিয়ে পোস্টারে ছয়লাপ বিহার। এই পোস্টের ঘিরে অবশ্য রাজনৈতিক নৈতিকতা ও সৌজন‌্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, তেমনই এর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। অথচ, এই পোস্টারের পিছনে যাদের নাম উঠে আসছে, রাজ্যের ক্ষমতাসীন সেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এর সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করেছে।

শনিবার সকাল থেকেই এই পোস্টার ঘিরে শোরগোল। বিহারের মহাগঠবন্ধন সরকারের শরিক আরজেডির নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু-পত্নী রাবড়ি দেবীর বাসভবনের সামনে এই পোস্টার দেখা গিয়েছে। তাছাড়া পাটনায় দলীয় কার্যালয়ের সামনেও এমন পোস্টার দেখা গিয়েছে। বিহারের একাধিক জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। বিভিন্ন মহলের দাবি, মহাগঠবন্ধনের তরফে পোস্টার দেওয়া হয়েছে। লেখা রয়েছে, ‘মহাগঠবন্ধন জিন্দাবাদ’ স্লোগানও। রয়েছে রাজ্যের আরজেডির সাধারণ সম্পাদক পুনম রাইয়ের ছবিও।