• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মোদিকে বিপাকে ফেলতে বিহারকে ‘বিশেষ মর্যাদা’ সঙ্গে ২.৫ লাখ কোটি দাবি নীতীশের

পটনা, ২২ নভেম্বর– এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিপাকে ফেলতে বিহারকে বিশেষ মর্যাদা দাবি করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের৷ কারণ পাঁচ রাজ্যের ভোট মিটতেই লোকসভা নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন নরেন্দ্র মোদি৷ এরই মধ্যে বিহারকে ‘বিশেষ মর্যাদার রাজ্য’ ঘোষণার দাবি তুললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ বুধবার বিহার মন্ত্রিসভা এই মর্মে প্রস্তাব পাশ করিয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে নীতীশ কুমার

পটনা, ২২ নভেম্বর– এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিপাকে ফেলতে বিহারকে বিশেষ মর্যাদা দাবি করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের৷ কারণ পাঁচ রাজ্যের ভোট মিটতেই লোকসভা নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন নরেন্দ্র মোদি৷ এরই মধ্যে বিহারকে ‘বিশেষ মর্যাদার রাজ্য’ ঘোষণার দাবি তুললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ বুধবার বিহার মন্ত্রিসভা এই মর্মে প্রস্তাব পাশ করিয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে নীতীশ কুমার এ প্রসঙ্গে একটি বড়সর পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়৷ সঙ্গে এই দাবির কারণ ব্যাখ্যা করে কেন্দ্রীয় সরকারের কাছে আড়াই লাখ কোটি টাকা দাবি করেছেন৷
নীতীশের বক্তব্য, সদ্য হওয়া কাস্ট সেন্সাসে দেখা গিয়েছে, বিহারে ৯৪ লাখ পরিবার দারিদ্রসীমার নিচে বসবাস করেন৷ তাদের আর্থ সামাজিক উন্নতির জন্য এককালীন আড়াই লাখ কোটি টাকা দরকার৷ বিশেষ মর্যাদার রাজ্য এই ধরনের সহায়তা পেয়ে থাকে৷ রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, লোকসভা ভোটের মুখে এটি নীতীশের বড় চাল৷
বিজেপির মোকাবিলায় এর আগে তিনি কাস্ট সেন্সাস করিয়েছেন৷ তার ভিত্তিতে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনুন্নত শ্রেণি বা ওবিসি’দের জন্য সরকারি চাকরি, শিক্ষায় ৬৫ শতাংশ পদ/আসন সংরক্ষণ করিয়েছেন৷ নীতীশের এই দুই পদক্ষেপে বিহারে রীতিমত চাপে পডে়ছে বিজেপি৷
রাজ্যের বিশেষ মর্যাদার দাবি অবশ্য নতুন নয় নীতীশ কুমারের মুখে৷ ইউপিএ জমানা থেকে এই ব্যাপারে দাবি জানিয়ে আসছেন৷ ২০১৪ – র লোকসভা ভোটের মুখে নীতীশের সমর্থন চেয়ে মোদী স্বতঃপ্রণোদিত হয়ে কথা দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিহারকে বিশেষ মর্যাদা প্রদান করবেন৷ মোদী তখনও গুজরাত দাঙ্গার অভিযোগ থেকে মুক্ত হননি৷ তাঁকে বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী করায় এনডিএ ছাডে়ন নীতীশ৷ পরে আবার এনডিএ-তে ফিরে গেলেও বিহারের বিশেষ মর্যাদা নিয়ে তাঁকে তেমন সরব হতে দেখা যায়নি৷