‘পিকে বিজেপির এজেন্ট’, গুরুতর অভিযোগ নীতীশের

পাটনা, ৮ সেপ্টেম্বর– বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যাদব ও ভোট কুশলী প্রশান্ত কিশোরের মধ্যে চলা শীতযুদ্ধেও এবার চরমে। নীতীশের বিজেপি ছাড়ার পর পিকে জানিয়ে ছিলেন, ‘তাঁকে বিজেপির সঙ্গ ছাড়তে বারে বারে নিষেধ করেছিলাম। কথা শোনেননি। উনি কিছুতেই বুঝতে চাননি, বিহার কখনও ভারতের মডেল হতে পারে না।’ তখন চুপ থাকলেও এবার সেই পিকেকে বিজেপির এজেন্ট বলে তোপ দাগলেন নীতিশ। 

নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বাধীন মহাজোটের হাত ধরে নতুন সরকার গড়ার পর একাধিক সাক্ষাৎকারে একথা বলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর । একদা নীতীশেরও  ভোট কুশলীর ভূমিকা পালন করেছেন তিনি। এ ছাড়া জনতা দল ইউনাইটেডের সর্ব ভারতীয় সহ সভাপতির পদে তাঁকে বসিয়েছিলেন নীতীশ। কিন্তু ইদানীং সম্পর্ক সাপে-নেউলে। বিশেষ করে ভোট কুশলীর কাজ থেকে বিরতি নিয়ে কিশোর রাজনীততে আসার লক্ষ্যে বিহারে জনমত গড়ার সিদ্ধান্ত নেওয়ায়। তিনি রাজ্যের নানা জায়গায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন।

এই সব কর্মকাণ্ডের ফাঁকেই মিডিয়ার মুখোমুখী হয়ে নীতীশের বিরুদ্ধে সরব হয়েছেন কিশোর। কিন্তু নীতীশ বা তাঁর দল এতদিন মুখ খোলেনি। অবশেষে দিল্লি সফরে মুখ খুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। গুরুতর অভিযোগ করেছেন প্রশান্ত কিশোর সম্পর্কে। বলেছেন, উনি বিজেপির এজেন্টের কাজ করছেন। বিজেপির গোপন এজেন্ডা বাস্তবায়িত করা ওঁর কাজ।


নীতীশের সঙ্গে এর আগেও প্রশান্ত কিশোরের দূরত্ব তৈরি হয়েছিল। পরে আবার বন্ধুত্ব হয়। তবে অতীতে প্রশান্তকে এত কড়া ভাষায় জবাব দেননি বিহারের মুখ্যমন্ত্রী।

নীতীশ এই ভোট কুশলী সম্পর্কে বলেন, ‘উনি যাই বলুন না কেন ওঁর বক্তব্য কখনই গুরুত্বপূর্ণ নয়।’ নীতীশ এমনকি বলেছেন যে প্রশান্ত কিশোর বিজেপির বিরুদ্ধে বিদ্বেষপোষণ করে ঠিকই কিন্তু তিনি ওদের সঙ্গে আছেন বা গেরুয়াবাদীদের লুকনো এজেন্ডা কার্যকর করছেন।