• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

বাংলা-বিহার-ঝানখন্ডের জনবিন্যাসই পালটে দিচ্ছে বাংলাদেশিরা

দিল্লি, ৭ ডিসেম্বর– অমিত শাহের পর নিশিকান্ত দুবে৷ লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে ধর্মতলার সভামঞ্চ থেকে অনুপ্রবেশের জ্বলন্ত সমস্যা নিয়ে তৃণমূল সরকারকে বিধেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবার সেই পথে হেঁটেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, বেআইনি অনুপ্রবেশকারীরা বাংলা-বিহার এবং ঝাড়খণ্ডের জনবিন্যাসই বদলে দিয়েছে৷ অবিলম্বে এই তিন রাজ্যে এনআরসি করা উচিত৷ তাঁর আরও দাবি,

দিল্লি, ৭ ডিসেম্বর– অমিত শাহের পর নিশিকান্ত দুবে৷ লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে ধর্মতলার সভামঞ্চ থেকে অনুপ্রবেশের জ্বলন্ত সমস্যা নিয়ে তৃণমূল সরকারকে বিধেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবার সেই পথে হেঁটেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, বেআইনি অনুপ্রবেশকারীরা বাংলা-বিহার এবং ঝাড়খণ্ডের জনবিন্যাসই বদলে দিয়েছে৷ অবিলম্বে এই তিন রাজ্যে এনআরসি করা উচিত৷ তাঁর আরও দাবি, অবিলম্বে ভারত সরকার এনআরসি করে এই বাংলাদেশিদের ফেরত পাঠাক৷
বাংলায় বেআইনি অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি৷ নিশিকান্ত দুবে বলছেন, এই অনুপ্রবেশের জেরে বিহার এবং ঝাড়খণ্ডের জনবিন্যাসও বদলে যাচ্ছে৷ বিজেপি সাংসদ বুধবার সংসদের জিরো আওয়ার চলাকালীন বলেন, আমি এই নিয়ে ১০০ বার এই ইসু্যটা তুলছি৷ বেআইনি অনুপ্রবেশের জন্য বাংলা-বিহার ঝাড়খণ্ডের জনবিন্যাসই বদলে যাচ্ছে৷ আমার নিজের রাজ্য ঝাড়খণ্ড যখন বিহার থেকে আলাদা হল তখন এর জনসংখ্যার ৩৬ শতাংশ ছিল আদিবাসী৷ এখন সেটা কমে গিয়েছে ২৪ শতাংশ৷
নির্দিষ্ট এলাকা উল্লেখ করে করে নিশিকান্ত দুবে অভিযোগ করেন, বাংলার বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ বাড়লেও তাতে ভ্রুক্ষেপ নেই মমতা সরকারের৷ একই পরিস্থিতি ঝাড়খণ্ডেও৷ তাঁর বক্তব্য,”আজ এমন পরিস্থিতি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী আসে আর আদিবাসীদের বিয়ে করে নেয়৷ ফলে মুসলিম জনসংখ্যা বাড়ছে৷ ঝাড়খণ্ডের গোড্ডা, পাকুর, দেওঘর, জামতারা, সাহেবগঞ্জের মতো জেলায় এই ধরনের ঘটনা বাড়ছে৷ তবে এটা হিন্দু-মুসলিম ইসু্য নয়৷ একই সমস্যা দেখা যাচ্ছে বিহার এবং বাংলাতেও৷”