কলকাতা , ২৯ সেপ্টেম্বর – বিধায়ক পদে শনিবার শপথ নেবেন মাস্টারমশাই নির্মলচন্দ্র রায়। একদিন আগে শুক্রবার ধূপগুড়ি থেকে এসে পৌঁছেছেন কলকাতা। দেখা করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদিনই বিধানসভায় প্রথম পা রাখেন নির্মলবাবু। প্রথম দিন বিধানসভা এসেই ধমক খান তিনি। ফোন না ধরার জন্য ধূপগুড়ির মাস্টারমশাইকে ধমক দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, এদিন কলকাতায় এসে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল নির্মলচন্দ্র রায়ের। সেই মতো বৈঠকে যোগ দিতেই বিধানসভায় আসেন তিনি।শনিবার বিধায়ক হিসেবে শপথ নেবেন নির্মলবাবু। তার আগে এদিন অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বেশ কিছু বিষয়ে আলোচনা করেন। অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন।