নীরব মোদির আর্জি লন্ডন হাই কোর্টেও, ভারতে ফেরানোর পথ পরিষ্কার

লন্ডন, ১৬ ডিসেম্বর– পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে দেশে ফেরানোর সম্ভাবনা অনেকটাই প্রশস্ত হল।১৩ হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদি বর্তমানে লন্ডনে। তাকে ভারতে ফেরাতে গত নভেম্বরেই লন্ডন হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার তাঁর সেই আরজিও খারিজ করে দিল হাই কোর্ট। 

পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও । এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতেই নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে সায় দিয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। বিচারক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে আর্থিক দুর্নীতিতে জড়িত ওই ব্যবসায়ীকে।