• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিন শিশুসহ আহত নয় জন 

বেঙ্গালুরু, ২৫ আগস্ট — কর্ণাটকে জিপ ও ট্রাকের মধ্যে হওয়া মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন শিশু-সহ ন’জন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুর জেলায়। বৃহস্পতিবার ভোরে সিরা এলাকার পাশে জাতীয় সড়কে একটি জিপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর অভিঘাত এতটাই প্রবল ছিল যে

road accident

বেঙ্গালুরু, ২৫ আগস্ট — কর্ণাটকে জিপ ও ট্রাকের মধ্যে হওয়া মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন শিশু-সহ ন’জন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুর জেলায়। বৃহস্পতিবার ভোরে সিরা এলাকার পাশে জাতীয় সড়কে একটি জিপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর অভিঘাত এতটাই প্রবল ছিল যে প্রাণ হারিয়েছেন ন’জন। তারমধ্যে রয়েছে তিন শিশুও। আহত হয়েছেন ১১ জন। বেঙ্গলুরুর উদ্দেশে পাড়ি দেওয়া জিপটির যাত্রীরা সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার রাহুল কুমার শাহাপুরওয়াদ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

 

News Hub