ভারত:- এবার অভিনব পদ্ধতিতে বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডও। ভারত বা অস্ট্রেলিযার মতো দল আগেই বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে। এবার বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডও। গতবারের রানার্স আপা দল তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল একটু অন্য রকমভাবেই। সাধারণত বিশ্বকাপের দল ঘোষণা করেন মুখ্য নির্বাচক বা ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা। কিন্তু নিউজিল্যান্ড দলের সদস্যদের নাম ঘোষণা করলেন তাদের পরিবারের সদস্যরা। সূত্রের খবর, কিউয়ি ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। সব আশঙ্কা কাটিয়ে ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট মুক্ত হয়ে আবার জাতীয় দলে ফিরলেন তারকা এই ক্রি্কেটার। জানা গিয়েছে, আসন্ন একদিনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন উইলিয়ামসন। অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন তিনি। সেই সঙ্গে ফিরেছেন টিম সাউদিও। এই দুই ক্রিকেটারই চোটের জন্য ভুগছিলেন দীর্ঘদিন ধরে। আইপিএল খেলতে এসে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। যার ফলে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। দুই অভিজ্ঞ পেসার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট প্রত্যাশিতভাবেই নিজেদের জায়গা পাকা করেছেন বিশ্বকাপ স্কোয়াডে। ভারতের মাটিতে বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড টিমে প্রথম বার সুযোগ পেয়েছেন ছয়জন ক্রিকেটার। মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে অতীতে থাকলেও এই প্রথম বার একদিনের বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন।