ভরসার পাত্রী সোহিনী ও আরিফিন শুভই এবার বাজির তাস

কলকাতা: টলিউডে রহস্য-রোমাঞ্চের উপর তৈরি সিনেমা বা ওয়েব সিরিজের সাফল্য বরাবরই আশাবাঞ্জক৷ সেই ভরসাতেই এবার আসতে চলেছে অভিনেত্রী সোহিনী সরকারের নতুন সিরিজ ‘লহু’৷ তবে ভারতের প্রযোজনা সংস্থা নয়, বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্ম চরকি রয়েছে এর নেপথ্যে৷ আর সোহিনীর বিপরীতেও ভারত নয় বাংলাদেশের অভিনেতা৷ তবে গল্প নিয়ে মুখ খুললতে নারাজ সকলেই৷
সোহিনীর সঙ্গে প্রথম বার জুটি বাঁধবেন আরিফিন শুভ৷ সম্প্রতি ‘মুজিব’ ছবিতে তাঁর অভিনয় চর্চিত হয়েছে বিভিন্ন মহলে৷ সিরিজটির পরিচালক ‘কিশমিশ্’, ‘দিলখুশ’ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়৷ ইদানীং বেশির ভাগ পরিচালকদের কাছে ভরসার পাত্রী সোহিনী৷ অন্য দিকে, আরিফিন এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় নায়ক৷ রোম্যান্টিক হিরো হিসাবে বেশ খ্যাতি আছে তাঁর৷ তবে কি অ্যাকশনের মাঝেই থাকবে প্রেম?
পরিচালক রাহুল বলেন, ‘এটা আমার আসলে একটা প্রেম বর্জিত কাজ৷ ‘কিশমিশ্’, ‘দিলখুশ’-এর পর অন্য রকম কাজ করতে চাইছিলাম৷ বড় পর্দায় শুরু কাজ দুটোই ছিল প্রেমের ছবি৷ তাই প্রেমের গল্পে একটু ক্লান্তি এসেছে৷ এ ছাড়াও নিজেকে ভাঙতে চাইছি, দেখতে চাইছি আমি আর কী কী করতে পারি৷ তাই সিরিজটা করছি৷ তবে এতটুকু বলতে পারি এটা এক জন মা-বাবার গল্প৷’
এই কাজটি নিয়ে আশাবাদী সোহিনী৷ অভিনেত্রী জানিয়েছেন, একবারে ভিন্ন ধরনের একটা গল্প কাজটা দুর্দান্ত হবে বলেই আশা তাঁর৷ অন্য দিকে, আরিফিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এমন নানা ধরনের কাজ তাঁর ঝুলিতে আসার জন্য৷