দিল্লি, ১৮ ডিসেম্বর – লোকসভায় নতুন টেলিকম বিল পেশ করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। নতুন টেলিকম বিল পাশ হলে ব্রিটিশ জমানার টেলিগ্রাফ আইন, ওয়্যারলেস টেলিগ্রাফি আইনের বদলে এটাই সংশ্লিষ্ট ক্ষেত্রটির নিয়ন্ত্রণের নতুন আইন হয়ে উঠবে। যদিও এই বিল পেশ করার পর সোমবার তুমুল হৈ-হট্টগোল শুরু হয়ে যায় বিরোধী শিবিরের তরফে। ওই বিলের একাধিক ধারা নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার অজুহাতে যে কোনও সংস্থার টেলিযোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রণ হাতে নেওয়ার বা বন্ধ করার সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে।