• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

যুদ্ধে নতুন মুখ ইরান, তৈরি হেজ়বুল্লাও, সতর্ক ইজ়রায়েল বাহিনী

জেরুজালেম, ১৫ অক্টোবর– গাজা স্ট্রিপ থেকে হামাসের রকেট হামলার পর আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণের ঘোষণা করেছিল ইজরায়েল৷ তারপর থেকে যত দিন এগিয়েছে দু’দেশেই বেড়েছে মৃতু্য মিছিল৷ প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যুদ্ধে গাজ়ায় এখনও পর্যন্ত ২,৩২৯ জনের মৃতু্য হয়েছে৷ এবার নতুন খবর ইজ়রায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে শামিল হতে চাইছে ইরানও, এমনটাই দাবি ইজ়রায়েল বাহিনীর৷ অভিযোগ, অন্য দিক

জেরুজালেম, ১৫ অক্টোবর– গাজা স্ট্রিপ থেকে হামাসের রকেট হামলার পর আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণের ঘোষণা করেছিল ইজরায়েল৷ তারপর থেকে যত দিন এগিয়েছে দু’দেশেই বেড়েছে মৃতু্য মিছিল৷ প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যুদ্ধে গাজ়ায় এখনও পর্যন্ত ২,৩২৯ জনের মৃতু্য হয়েছে৷
এবার নতুন খবর ইজ়রায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে শামিল হতে চাইছে ইরানও, এমনটাই দাবি ইজ়রায়েল বাহিনীর৷ অভিযোগ, অন্য দিক দিয়ে হামাসকে অস্ত্র সরবরাহ করছে ইরান৷ এ ভাবে তারা যুদ্ধের দ্বিতীয় ‘মুখ’ খুলতে চাইছে৷ এ বিষয়ে ইরানের সহযোগিতা করতে তৈরি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজ়বুল্লাও৷ ইজ়রায়েলকে তাই বাড়তি সতর্ক থাকতে হবে৷
রবিবার ইজ়রায়েল বাহিনীর এক সিনিয়র আধিকারিক এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গাজ়ায় অস্ত্র সরবরাহ করছে ইরান৷ সিরিয়া দিয়ে অস্ত্র পাঠাচ্ছে তারা৷ ওই এলাকায় যুদ্ধের দ্বিতীয় কেন্দ্র গডে় তুলতে চাইছে তারা৷
‘ইজ়রায়েলে হামলাকারীদের শুভেচ্ছা জানাই’, ইরানের নেতা খোমেইনি যদিও হামাসের দায় নিতে নারাজ
ইজ়রায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার গভীর রাতে সিরিয়া থেকে উত্তর ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে৷ সীমান্ত এলাকায় শোনা গিয়েছে সাইরেনও৷ তবে ‘দ্য টাইমস অফ ইজ়রায়েল’ জানিয়েছে এই হামলায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর নেই৷ ইজ়রায়েল বাহিনীর তরফেও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি৷
যুদ্ধে যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে হেজ়বুল্লাও৷ তারা শুক্রবারই ঘোষণা করেছে, সঠিক সময় এলে হামাসের সঙ্গে তারাও হাত মেলাবে এবং যুদ্ধ শুরু করবে৷ লেবাননের এই হেজ়বুল্লা গোষ্ঠী ইরানের সহযোগিতায় চলে৷ ইরানই হেজ়বুল্লাকে যুদ্ধের রশদ জোগায় বলে দাবি৷
এ দিকে, গাজ়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সৌদি আরব-সহ আরবীয় মালভূমির বাকি দেশগুলিও৷ সৌদি সরকার আগামী বুধবার এ বিষয়ে আলোচনার জন্য মুসলিম দেশগুলির সংগঠনের সঙ্গে বৈঠক ডেকেছে৷