জানা গিয়েছে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আচমকাই পা পিছলে পড়ে যান পুতিন। বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন তিনি। দ্রুত নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে একটি সোফায় বসান। পরে তাঁদের সহায়তায় শৌচাগারে গিয়ে পরিষ্কার হয়ে আসেন পুতিন।
‘জেনারেল এসভিআর’ নামের রুশ টেলিগ্রাম চ্যানেলে এমনই দাবি করা হয়েছে। তাদের দাবি, পুতিন একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে ক্যানসারের মতো মারণ অসুখও রয়েছে। এদিকে এদিন সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে নাকি কক্সিস অর্থাৎ পায়ুর হাড়ে চোট পেয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে এরপরও নাকি তিনি তরুণ বিজ্ঞানীদের একটি কনফারেন্সে গিয়ে ভাষণ দেন।
পুতিনের শারীরিক সমস্যা সংক্রান্ত নানা গুঞ্জনের কথা শোনা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই। বিশেষত রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকেই পশ্চিমি মিডিয়াগুলিকে এমন দাবি করতে দেখা গিয়েছে। বলা হচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়ু বাকি আর বড়জোর তিন বছর! দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত পুতিনের দৃষ্টিশক্তিও নাকি ক্রমে দুর্বল হয়ে আসছে। যদিও সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার দাবি ঘিরেও একই মত রুশ প্রশাসনের। তারা জানিয়েছে, এই দাবির কোনও সত্যতা নেই।