দিল্লি, ২০ মে – প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করলেন বিশিষ্ট সাহিত্যিক বিক্রম শেঠ। গণতন্ত্র সম্পর্কে নেহরুর ভাবনার উচ্চতা অন্য পর্যায়ের ছিল করেন তিনি। বিক্রম শেঠের ভাষায়, নেহেরু একজন মহানুভব মানুষ ছিলেন, যিনি একনায়কত্ব-এর ধারণায় বিশ্বাসী ছিলেন না, তিনি গণতন্ত্রকেই সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন। ঘৃণা নয়, ভালোবাসার বন্ধন দেশের মানুষের মধ্যে অটুট হোক, তাঁর নিজের এই বিশ্বাসকে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে গেছেন তিনি। এমনটাই দাবি করলেন সাহিত্যিক বিক্রম শেঠ । শনিবার মুম্বইয়ের তাজমহল হোটেলে ‘আ স্যুটেবল বয়’-এর লেখক এভাবেই প্রশস্তিতে ভরিয়ে দিলেন নেহরুকে। পাশাপাশি অবশ্য তিনি এও মেনে নেন যে নেহরুর কোন কোন সিদ্ধান্ত ভুলও ছিল।