• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মোচার ভ্রুকুটি সামলাতে মানুষকে সরাতে নির্দেশ, তৈরি এনডিআরএফ 

কটক, ৩ মে– বুধবার দুপুরে কলকাতা-হাওড়া-হুগলি জুড়ে অন্ধকার করে নেমে এলো তেড়ে বর্ষা। গা চিড়চিড় করা গরম থেকে স্বস্তি মিললেও সবার মনেই তখন  মোথার  ভয়। তাহলে কি আগেই দুর্যোগ নিয়ে এলো ‘ মোথা ‘।  যদিও  মোচার  পূর্বাভাস বঙ্গোপসাগর নিকটবর্তী এলাকা জুড়েই করা হয়েছে। আগামী ৬ তারিখের মধ্যে ফের একবার সাইক্লোনের ভ্রকুটি বঙ্গোপসাগরে! বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘুর্নাবর্ত। আর তা ধীরে ধীরে সাইক্লোনের

কটক, ৩ মে– বুধবার দুপুরে কলকাতা-হাওড়া-হুগলি জুড়ে অন্ধকার করে নেমে এলো তেড়ে বর্ষা। গা চিড়চিড় করা গরম থেকে স্বস্তি মিললেও সবার মনেই তখন  মোথার  ভয়। তাহলে কি আগেই দুর্যোগ নিয়ে এলো ‘ মোথা ‘। 

যদিও  মোচার  পূর্বাভাস বঙ্গোপসাগর নিকটবর্তী এলাকা জুড়েই করা হয়েছে। আগামী ৬ তারিখের মধ্যে ফের একবার সাইক্লোনের ভ্রকুটি বঙ্গোপসাগরে! বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘুর্নাবর্ত। আর তা ধীরে ধীরে সাইক্লোনের আকার নিতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে সাইক্লোন তৈরির একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। আর তা দেওয়ার পরেই জরুরি বৈঠক বসলেন ওডিশার মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

শুক্রবার থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দীর্ঘক্ষণ ধরে চলে এই বৈঠক। আর সেখানে যে কোনও পরিস্থিতির জন্যে আধিকারিকদের তৈরি থাকতে বলা হয়েছে। দ্রুত সাইক্লোন সেন্টারে মানুষজনকে সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যারা নিচু এলাকাতে থাকেন তাঁদের দ্রুত সরানোর কথা বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনে সাইক্লোন মোচা আছড়ে পড়ার পর পরিস্থিতি সামলাতে যোজনা তৈরি রাখার কথাও আধিকারিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের।

শুধু তাই নয়, স্পেশাল রিলিফ কমিশনারকে রাজ্যের সমস্ত দফতর এবং জেলাগুলির সঙ্গে আলোচনা করে চলার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যসচিব পিকে জানা জানিয়েছেন, যদি সাইক্লোন মোচা আছড়ে পড়ে তাহলে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয় সেটি নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে জেলা আধিকারিকদের সাইক্লোন সেন্টারগুলিকে তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।