• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কোনা এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ রক্ষা নওসাদ সিদ্দিকির

হাওড়া,১০ এপ্রিল — কোনা এক্সপ্রেসওয়ে তে  ভয়াবহ দুর্ঘটনার মুখে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির গাড়ি । অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন । কোনা এক্সপ্রেসওয়ের  গরফা ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।সোমবার দুপুরে কোনা এক্সপ্রেসওয়ের গরফা ক্রসিংয়ে বিধায়কের গাড়ি অন্য একটি গাড়িকে প্রবল জোড়ে ধাক্কা মারে। এতে তাঁর গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। সে সময় গাড়িতে ছিলেন নওসাদ। জানা দুর্ঘটনায় নওসাদ সিদ্দিকির

হাওড়া,১০ এপ্রিল — কোনা এক্সপ্রেসওয়ে তে  ভয়াবহ দুর্ঘটনার মুখে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির গাড়ি । অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ।

কোনা এক্সপ্রেসওয়ের  গরফা ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।সোমবার দুপুরে কোনা এক্সপ্রেসওয়ের গরফা ক্রসিংয়ে বিধায়কের গাড়ি অন্য একটি গাড়িকে প্রবল জোড়ে ধাক্কা মারে। এতে তাঁর গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। সে সময় গাড়িতে ছিলেন নওসাদ।

জানা দুর্ঘটনায় নওসাদ সিদ্দিকির কোনো ক্ষতি হয় নি। সুস্থ আছেন তিনি।আইএসএফ বিধায়কের অভিযোগ, ষড়যন্ত্র করেই এমন দুর্ঘটনা ঘটানো হয়েছে। কেন আচমকা তাঁর সামনের গাড়িটি দাঁড়িয়ে পড়ল তার কোনও উত্তর তিনি খুঁজে পাচ্ছেন না। নওসাদ বলেন, “সিগনাল খোলা ছিল। তাই আমার গাড়ির সামনে যে গাড়িটি ছিল সেটি কেন দাঁড়িয়ে পড়ল তারই উত্তর খুঁজছি আমি। আমার মনে হয় ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।”পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।