কলকাতা,৬ অক্টোবর —গতকাল ছিল বিজয়া দশমী, মানে মা এর বিদায়ের পালা । কয়েকদিনের আনন্দের পর এখন সকলেরই মনে বিষাদের ছায়া।আবার এক বছরের অপেক্ষা। তবে পুজো শেষ হলেও বৃষ্টির শেষ হওয়ার কোনও লক্ষণ নেই। বৃহস্পতিবারও কলকাতার আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এভাবেই দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সূত্রের খবর, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দশমীর সকালে কলকাতার কোথাও কোথাও একেবারেই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল।