২৭ সেপ্টেম্বর — যে কোনো মহাজাগতিক গ্রহাণু বা বিশাল ধূমকেতুর হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে ‘ব্রহ্মাস্ত্র’ বানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।আর সেই ব্রহ্মাস্ত্রটি হলো ‘ডাবল অ্যাস্টারয়েড রিডাইরেকশান টেস্ট’ অর্থাৎ সংক্ষেপে ডার্ট।পৃথিবীর দিকে তেড়ে আসা যে কোনও প্রলয়ঙ্কর মহাজাগতিক বস্তুরই বিনাশ করতে পারবে নাসার এই অস্ত্র।
সাম্প্রতিক গবেষণা বলছেন, ডাইনোসরদের ধ্বংসের জন্য যে গ্রহাণুকে দায়ী করা হয় তার থেকেও বিশাল ও ভয়ঙ্কর এক গ্রহাণুর সঙ্গে পৃথিবীর টক্কর হয়েছিল আজ থেকে প্রায় ৮০ কোটি বছর আগে। মারাত্মক ক্ষতি হয়েছিল পৃথিবীর।প্রলয়ঙ্কর সেই উল্কাপাতে প্রায় এক তৃতীয়াংশের বেশি প্রাণ ধ্বংস হয়ে গিয়েছিল পৃথিবীতে।সেই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সে কারণেই এমন অস্ত্র বানিয়েছে নাসা।এখন এই অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। নাসার ডার্ট টেস্ট মিশনে দেখা হচ্ছে দানব গ্রহাণুকে কত তাড়াতাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। এবং পৃথিবীতে ধেয়ে আসা বস্তুদের কিভাবে তাদের গতিপথ পরিবর্তন করা যায়।