• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পৃথিবীকে গ্রহাণু থেকে সবচেয়ে বড় নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল

উৎক্ষেপণের সাত বছর পর মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ ক্যাপসুল নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। সঙ্গে নিয়ে এসেছে গ্রহাণু থেকে সংগ্রহ করা সবচেয়ে বড় নমুনা। নাসা জানিয়েছে, গ্রহাণু থেকে বড়সড় একটি নমুনা পৃথিবীতে আনার ঘটনা এটাই প্রথম। স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের উটাহের মরুভূমিতে ক্যাপসুলটি অবতরণ করে। এই দৃশ্য নাসার পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা

উৎক্ষেপণের সাত বছর পর মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ ক্যাপসুল নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। সঙ্গে নিয়ে এসেছে গ্রহাণু থেকে সংগ্রহ করা সবচেয়ে বড় নমুনা। নাসা জানিয়েছে, গ্রহাণু থেকে বড়সড় একটি নমুনা পৃথিবীতে আনার ঘটনা এটাই প্রথম।

স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের উটাহের মরুভূমিতে ক্যাপসুলটি অবতরণ করে। এই দৃশ্য নাসার পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

সরাসরি সম্প্রচার করা ভিডিওতে ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ওসিরিস-রেক্স মহাকাশযানের ক্যাপসুলটি নিরাপদে পৃথিবী ছুঁয়েছে। গ্রহাণু বেন্নু থেকে নমুনা বয়ে এনেছে এটি।