মুম্বাই, ৩১ ডিসেম্বর– নতুন বছরের আগমন ও পুরোনো বছরকে বিদায় দেওয়ার অবিবাদে মাতোয়ারা গোটা বিশ্ব। বর্ষবরণের জন্য সেজেছে গোটা দেশ। সর্বত্রই উৎসবের মেজাজে মেতেছেন মানুষ। এর মধ্যেই ‘মুম্বইয়ে বিস্ফোরণ হবে’ ‘উড়ো’ ফোনে ঘাম ছুটল মুম্বই পুলিশের। কন্ট্রোলরুমে আসা এই ফোনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাণিজ্য নগরীতে। সতর্কতা জারি করা হয়েছে শহরের সব জায়গায়।
জানা গেছে, শনিবার সন্ধে নাগাদ মুম্বই পুলিশের কন্ট্রোলরুমে একটি ফোন আসে। সেই ফোনের ওপার থেকে একজন হুমকির সুরে জানায়, ‘মুম্বইয়ে বিস্ফোরণ হবে’। তারপরই ফোনটি কেটে যায়। কে এই ফোন করল তা এখনও জানা যায়নি। ফোনেও ওই ব্যক্তি নিজের পরিচয় জানায়নি।
হুমকি ফোনটি আসার পরই মাঠে নেমে পড়ে মুম্বই পুলিশ। শনিবার সন্ধে থেকে রবিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলে ম্যারাথন তল্লাশি। কিন্তু খবর লেখা পর্যন্ত কোনও সন্দেহজনক কিছু মেলেনি। তবুও বিষয়টি হাল্কাভাবে নিচ্ছে না মুম্বই পুলিশ। কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তারা। হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
মুম্বই পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই হুমকি ফোনটি। কারণ বর্ষবরণের রাতে মুম্বইয়ের ক্লাব, বার, রেস্টুরেন্ট, পাবে বিশাল জনসমাগম হবে। তাই এইসব জায়গায় যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে তা মারাত্মক আকার ধারণ করবে। তাই বাড়তি নজরদারি রাখা হবে বলেও জানা গেছে মুম্বই পুলিশ সূত্রে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সাদা পোশাকের পুলিশ বহাল থাকবে। মেরিন ড্রাইভ, দাদার, বান্দ্রা, জুহু এবং গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
জানিয়ে রাখি, দিন কয়েক আগেই একাধিক জায়গা ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’ এমন উড়ো ইমেল পায় মুম্বই পুলিশ। সেই তালিকায় ছিল মুম্বইয়ের আরবিআই অফিস, এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের শাখাও। এছাড়াও দেশের কয়েকটি বিমানবন্দরে হামলা চালানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। সবমিলিয়ে বর্ষবরণের রাতে গোটা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।