মুম্বই, ২৪ নভেম্বর– কিছুদিন আগেই ভারতের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানীর কাছে ইমেল তথা হুমকি ফোন করে চাওয়া হয় ৪০০ কোটি৷ বলা হয় ওই টাকা না দিলে মেরে ফেলা হবে শিল্পপতি মুকেশ আম্বানীকে৷ যদিও পরে এক ব্যক্তিকে গ্রেফতার করে সেই মামলার কিনারা করে মুম্বই পুলিশ৷ এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি৷ তবে এবার কোনও শিল্পপতি নয় গোটা মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হল৷ বলা হল, ৪৮ ঘণ্টার মধ্যে বিটকয়েনে আট কোটি টাকা না দিলে উডি়য়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২! ইমেলে বৃহস্পতিবার এমনই হুমকি বার্তা পেয়েছে মুম্বই পুলিশ৷ ইমেল পাওয়ার পরই নডে়চডে় বসেছে মুম্বই পুলিশ৷ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷
পুলিশ সূত্রে খবর, [email protected]— এই মেল আইডি থেকে হুমকি বার্তা পাঠানো হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এই ইমেল পায় মুম্বই পুলিশ৷ কে বা কারা এই ইমেল পাঠালেন, তা খতিয়ে দেখা হচ্ছে৷ মুম্বই পুলিশ আরও জানিয়েছে, ওই হুমকি বার্তায় এ-ও বলা হয়েছে যে, ২৪ ঘণ্টা পর আরও একটা সতর্কতামূলক ইমেল পাঠানো হবে৷ ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে বিটকয়েনে ওই পরিমাণ টাকা না দিলে বোমা মেরে উডি়য়ে দেওয়া হবে বিমানবন্দরের টার্মিনাল ২৷ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে৷ তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ তদন্তকারীরা জানিয়েছেন, মেলের আইপি অ্যাড্রেস চিহ্নিত করতে পেরেছেন তাঁরা৷ তবে প্রেরকের লোকেশন এখনও চিহ্নিত করা যায়নি৷গত কয়েক মাসে একাধিক বার হুমকি বার্তা পেয়েছে মুম্বই পুলিশ৷ ২২/১১-এর ধাঁচে হামলা চালানো হবে বলে কিছু দিন আগেই হুমকি ফোন পেয়েছিল মুম্বই পুলিশ৷ কয়েকটি ভুয়ো বোমাতঙ্কের ফোনও পেয়েছিল তারা৷ এ বার মুম্বই বিমানবন্দর ওড়ানোর হুমকি বার্তা পেল মুম্বই পুলিশ৷