২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল মোদি সরকার। এরপর গত মাসেই ওয়াশিংটনের ফেডারেল আদালত সেই আবেদনে সাড়া দেয়। কিন্তু ৬২ বছরের রানা এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানাল। অভিযুক্তর আইনজীবীর দাবি, রানার প্রত্যর্পণ ভারত-আমেরিকার প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে। এই রায়কে চ্যালেঞ্জ করে রিট পিটিশন জমা দেওয়া হল অভিযুক্তের পক্ষে ।