• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রয়াত  উত্তরপ্রদেশের নেতাজি 

লখনউ, ১০ অক্টোবর — বিদায় নিলেন উত্তরপ্রদেশের নেতাজি মুলায়ম সিং যাদব । ৮২বছরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা  মুলায়ম। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন মুলায়ম। ছিল বেশ কিছু শারীরিক সমস্যাও। সোমবার সকালে সমাজবাদী পার্টির টুইটার থেকে এই খবর জানান মুলায়ম পুত্র তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সোমবার সকালে গুরু গ্রামের মেদান্ত

লখনউ, ১০ অক্টোবর — বিদায় নিলেন উত্তরপ্রদেশের নেতাজি মুলায়ম সিং যাদব । ৮২বছরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা  মুলায়ম।

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন মুলায়ম। ছিল বেশ কিছু শারীরিক সমস্যাও। সোমবার সকালে সমাজবাদী পার্টির টুইটার থেকে এই খবর জানান মুলায়ম পুত্র তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

সোমবার সকালে গুরু গ্রামের মেদান্ত হাসপাতালে মৃত্যু হয়েছে দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর। গত দু’বছর ধরেই অসুস্থ ছিলেন মুলায়ম। রবিবার অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থার আর অবনতি হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সমাজবাদী পার্টির এই নেতার অক্সিজেন লেভেল অত্যন্ত কমে গিয়েছিল রবিবার রাতে। ঘণ্টা তিনেক চেষ্টার পর রাতে তাঁর শারীরিক অবস্থা সাময়িকভাবে স্থিতিশীল হয়। কিন্তু শেষ রক্ষা হল না। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের রাজনীতির ‘নেতাজি’।