মুম্বাই , ১৭ মার্চ – ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটিতে সঠিক তথ্য পরিবেশন করা হয়নি – জানালেন ভারতে নরওয়ের রাষ্ট্রদূত হান্স জেকব নরওয়ের রাষ্ট্রদূত হান্স জেকব ফ্রাইডেনলুন্ড । তাঁর কথায়, ‘ ছবিটিতে নরওয়ে সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তা নরওয়ের সংস্কৃতির সঙ্গে একদমই মেলে না। নরওয়ের একজন নাগরিক হিসেবে আমি জানাতে চাই যে, ছবিটিতে ভুল তথ্য রয়েছে। এই ছবিতে দুই দেশের সংস্কৃতিগত যে পার্থক্য দেখানো হয়েছে, তাও সত্য নয়।’’
নরওয়ের রাষ্ট্রদূতের আপত্তির জবাব দেন বাস্তবের সাগরিকা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমি নরওয়ের রাষ্ট্রদূতের মন্তব্যের আপত্তি জানাচ্ছি। । এত বছর পরও নরওয়ে সরকার আমার কাছে ক্ষমা পর্যন্ত চায়নি। তারা আমার জীবন নষ্ট করেছে, আমার সম্মান নষ্ট করেছে। আমার সন্তানরা এখনও ওই ঘটনার স্মৃতি বয়ে বেড়াচ্ছে। তবে ওই সময় ভারত সরকারই আমাকে অনেক সাহায্য করে।’’