• facebook
  • twitter
Monday, 25 November, 2024

দিনেদুপুরে ভোটপ্রচারে সাংসদকে ছুরির কোপ, আতঙ্ক ভোটমুখী তেলেঙ্গানায়

হায়দরাবাদ, ৩০ অক্টোবর– দিনেদুপুরে ভোটপ্রচারে বেরিয়ে আক্রান্ত সাংসদ৷ তেলেঙ্গানায় বিআরএস সাংসদকে জনসমক্ষে কোপাল দুষ্কৃতী৷ সোমবার দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছডি়য়েছে ভোটমুখী তেলেঙ্গানায়৷ যদিও ঘটনার পরই সেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁকে জেরা করে হামলার মোটিভ জানার চেষ্টা চলছে৷ ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা ভোট৷ তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছে সব দলই৷ এবার সিদ্দিপেট জেলার

হায়দরাবাদ, ৩০ অক্টোবর– দিনেদুপুরে ভোটপ্রচারে বেরিয়ে আক্রান্ত সাংসদ৷ তেলেঙ্গানায় বিআরএস সাংসদকে জনসমক্ষে কোপাল দুষ্কৃতী৷ সোমবার দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছডি়য়েছে ভোটমুখী তেলেঙ্গানায়৷ যদিও ঘটনার পরই সেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁকে জেরা করে হামলার মোটিভ জানার চেষ্টা চলছে৷
৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা ভোট৷ তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছে সব দলই৷ এবার সিদ্দিপেট জেলার দুব্বাক বিধানসভায় বিআরএসের টিকিটে প্রার্থী হয়েছেন সাংসদ কোঠা প্রভাকর রেড্ডি৷ এদিন প্রচার সারতেই দৌলতাবাদ মণ্ডলের সুরামপল্লি গ্রামে গিয়েছিলেন সাংসদ৷ প্রচারের মাঝেই তাঁকে ছুরির কোপ মারে এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী৷
সঙ্গে সঙ্গে কোঠা প্রভাকর রেড্ডিকে উদ্ধার করে গাজওয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে বিআরএস সাংসদকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেকেন্দ্রাবাদের হাসপাতালে পাঠানো হয়েছে৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে৷ শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল৷