• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

শিবরাজ দিন শেষের ইঙ্গিত কি স্পিকারের সিদ্ধান্ত !

ভোপাল, ২১ ডিসেম্বর– বিধানসভার স্পিকার বিজেপির গিরিশ গৌতম প্রধান বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে একবাক্যে সায় দিয়েছেন। যে সয়ে মধ্যপ্রদেশে বিজেপির শিবরাজ সিং চৌহানসরকারের পতন দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। আজ বুধবার কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। স্পিকারের সিদ্ধান্ত নিয়ে মধ্যপ্রদেশের রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা একবাক্যে সায় দেওয়ায় স্পিকারের

ভোপাল, ২১ ডিসেম্বর–

বিধানসভার স্পিকার বিজেপির গিরিশ গৌতম প্রধান বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে একবাক্যে সায় দিয়েছেন। যে সয়ে মধ্যপ্রদেশে বিজেপির শিবরাজ সিং চৌহানসরকারের পতন দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। আজ বুধবার কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

স্পিকারের সিদ্ধান্ত নিয়ে মধ্যপ্রদেশের রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা একবাক্যে সায় দেওয়ায় স্পিকারের সিদ্ধান্তে অবাক কংগ্রেসও।

অন্যদিকে, বিজেপির মন্ত্রী, বিধায়কেরা বুঝতে পারছেন না নেতৃত্বের মনে কী আছে। কারণ, ১১ বছর পর বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবের উপর আলোচনায় সায় দিয়েছেন স্পিকার। বিগত ১১ বিচিত্র অন্তত ২২ বার প্রস্তাব নিয়ে আলোচনার দাবি খারিজ করেছেন বিজেপির স্পিকারেরা।

কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে বিজেপির শীর্ষ মহল থেকে সবুজ সংকেত ছাড়া স্পিকার এই সিদ্ধান্ত নেবেন না। ফলে শিবরাজ সরকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থাকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বিজেপির সবচেয়ে প্রবীণ মুখ্যমন্ত্রী শিবরাজকে গদিচ্যুত করতে চাইছেন কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে গেরুয়া শিবিরে।