• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

পরকীয়ায় বাধা ৪ বছরের ছেলেকে খুন করলেন মা

ভোপাল, ২৯ আগস্ট– পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল নিজেরই ৪ বছরের ছেলে। পথের কাঁটা সরাতে শেষ পর্যন্ত শিশুপুত্রকে খুন করলেন তরুণী মা। এই হত্যালীলার সঙ্গী হলেন প্রেমিক যুবক। মধ্যপ্রদেশের এই নির্মম ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করেছে তরুণী এবং তাঁর প্রেমিককে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে শিশুর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি পুনে শহরের।

ভোপাল, ২৯ আগস্ট– পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল নিজেরই ৪ বছরের ছেলে। পথের কাঁটা সরাতে শেষ পর্যন্ত শিশুপুত্রকে খুন করলেন তরুণী মা। এই হত্যালীলার সঙ্গী হলেন প্রেমিক যুবক। মধ্যপ্রদেশের এই নির্মম ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করেছে তরুণী এবং তাঁর প্রেমিককে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে শিশুর দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি পুনে শহরের। অভিযুক্ত তরুণীর নাম রেনুকা পওয়ার। তিনি বিবাহিত। যদিও সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উমেশ অরুণ সালুঙ্কের সঙ্গে। যদিও এই সম্পর্কের বাধা হয়ে দাঁড়াচ্ছিল রেনুকারই চার বছরের সন্তান। এর পরেই তাকে থেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তরুণী এবং তাঁর প্রেমিক।