• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বঙ্গ বাসিন্দার গাড়ি থেকে উদ্ধার নগদ ২ কোটিরও বেশি, ধৃত ৮

দিল্লি, ১১ নভেম্বর– এ যেন কলকাতার ছায়া। গাড়িতে তল্লাশি চালাতেই মিলল ‘টাকার পাহাড়’! অভিযান চালিয়ে ২ কোটি টাকারও বেশি নগদ টাকা উদ্ধার করল নয়ডা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সেক্টর ৫৮ এলাকায় একটি গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।সংবাদ সংস্থা সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। গোপন সূত্রে এই খবর পায় পুলিশ। কয়েক

দিল্লি, ১১ নভেম্বর– এ যেন কলকাতার ছায়া। গাড়িতে তল্লাশি চালাতেই মিলল ‘টাকার পাহাড়’! অভিযান চালিয়ে ২ কোটি টাকারও বেশি নগদ টাকা উদ্ধার করল নয়ডা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সেক্টর ৫৮ এলাকায় একটি গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।সংবাদ সংস্থা সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। গোপন সূত্রে এই খবর পায় পুলিশ। কয়েক জন ব্যক্তি হাওয়ালা ব্যবসা চালাচ্ছেন। প্রচুর নগদ টাকা নিয়ে তাঁরা সেক্টর ৫৫ এলাকায় যাচ্ছেন। এই খবর পায় সেক্টর ৫৮ থানার পুলিশ। তার পরই তৎপর হয় সেক্টর ৫৫ থানার পুলিশ। অভিযান চালিয়ে আট জনকে পাকড়াও করা হয়েছে। তাঁদের গাড়ি থেকে নগদ ২ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতদের মধ্যে এক জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁর নাম অভিজিৎ হাজরা। বাকি সাত ধৃত হলেন আমদাবাদের জয়ন্তী ভাই, দিল্লির সন্দীপ শর্মা, বিনয় কুমার, নয়ডা সেক্টর ৫৬-এর বাসিন্দা রোহিত জৈন, দিল্লির বিপুল, মুম্বইয়ের মণীশ শাহ ও ইনদওরের অনুজ। এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে মনে করছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।