ভারতে চলবে ১০০-র বেশি ‘টিল্টিং ট্রেন’! কেন এই নাম, কী বৈশিষ্ট্য এই রেলগাড়ির
দিল্লি, ২৬ নভেম্বর– যাত্রী পরিষেবা উন্নত করতে কিছুদিন আগেই অত্যাধুনিক পরিষেবাযুক্ত বন্দে ভারত ট্রেন চালু করে ভারতীয় রেল । এবার রেলমন্ত্রক সূত্রে খবর, আগামী দু তিন বছরের মধ্যেই আত্মপ্রকাশ করতে চলেছে নয়া ‘টিল্টিং ট্রেন।’ এটি হল একটি বিশেষ প্রযুক্তিতে চলা দ্রুতগতির ট্রেন, যেগুলি সাধারণ রেললাইনের উপর দিয়েই চলবে। শুধু সেই বিশেষ প্রযুক্তির সাহায্যে দ্রুত গতিতে