কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হচ্ছে।

কলকাতা:- কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এবার কিছুটা হলেও ইতিবাচক পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিধানসভা এস্টিমেট কমিটি কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস বা ই বাস নামানোর সুপারিশ করেছে। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নেতৃত্বে ২০ সদস্যের কমিটি কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস নামানোর ব্যাপারে সুপারিশ করেছিলেন। এখনও রাস্তায় বের হলে দেখা যায় কালো ধোঁয়া ছাড়ছে একাধিক গাড়ি বা বাস। তবে এইসব বাসের তুলনায় এই ইলেকট্রিক বাস কিছুটা হলেও দূষণ কমায়। সেই সঙ্গে যেভাবে জ্বালানির দাম বাড়ছে সেই জায়গায় এই বাস চালানো কিছুটা হলেও সাশ্রয়ের। তবে এই বাস চালানোর ক্ষেত্রে চার্জিং স্টেশন থাকাটা জরুরী। কারণ বাসগুলিকে নিয়মিতভাবে চার্জ করতে হয়। না হলে এগুলি রাস্তায় বের হতে পারে না। ২০১৯ সালে কলকাতায় প্রথম এই ধরনের বাস নামানো হয়েছিল। এরপর এই বাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সূ্ত্রের খবর, নতুন করে ১১০০ ই-বাস নামানোর ব্যাপারে পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। সাধারণ বাসগুলিকেও ই-বাসে রূপান্তরিত করা যায় কি না সেটা দেখা হচ্ছে।এই বাস কেনার ক্ষেত্রে প্রাথমিকভাবে খরচ কিছুটা বেশি পড়ে। অর্থাৎ এই বাস কেনার জন্য অন্তত ৮০ লাখের বেশি খরচ হয়ে যায়। কিন্তু এই বাস চালানোর খরচ অনেকটাই কম। এই ধরনের এসি ই-বাস চালাতে প্রতি কিমি খরচ পড়ে মাত্র ১২টাকা। তবে পরবর্তীতে এই বাসের ব্যাটারি বদলাতে খরচ রয়েছে।