দিল্লি, ২ জানুয়ারি– কয়েক বছর আগের কথা৷ ব্যাঙ্কে লাইন দেওয়া থেকে কার্ড নিয়ে ছোটা৷ সবকিছুকে পেছনে ফেলে দিয়েছিল নরেন্দ্র মোদি সরকারের ইউপিআই সিস্টেম৷ এখন পর্যন্ত এই ইউপিআই লেনদেনের সেরা মাধ্যম৷ পাঁচতারা হোটেল থেকে বাজার অলিগলি, সবথেই এখন ইউপিআই -এর মাধ্যমে লেনদেন৷ কিন্ত্ত, সবকিছু সত্বেও নগদ তুলতে হলে এখনও হয় ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হয়, নয়তো এটিএম কাউন্টারে৷ ব্যাঙ্ক যদি নাও যায় তাহলে এটিএম কাউন্টারে কার্ডের মাধ্যমে টাকা টাকা তোলা যায় ৷
তবে এবার লাইনে দাঁড়ানো, কার্ড নিয়ে ঘোরার সময় শেষ৷ নতুন বছরে ইউপিআই লেনদেনে বড় সুবিধা নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এবার হাতে কেবল স্মার্ট ফোন থাকলে এবং সেটিতে ইউপিআই চালু থাকলেই তোলা যাবে টাকা৷ বাস্তবে এমনই সুবিধা চালু করতে চলেছে আরবিআই৷একটি জাপানি সংস্থার সঙ্গে হাত মিলিয়েই কার্ড-বিহীন ইউপিআই এটিএম পরিষেবা চালু হচ্ছে ভারতে৷ গত সেপ্টেম্বরেই ভারতে পরীক্ষামূলকভাবে ইউপিআই এটিএম চালু করেছিল ওই সংস্থা৷ এগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে৷ এবার পুরোদমে চালু হচ্ছে এই এটিএম ব্যবস্থা৷ কার্ড-ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতেই এই সিস্টেম চালু করছে আরবিআই৷
আরবিআই সূত্রে খবর, দেশজুডে় খোলা হবে ইউপিআই এটিএম কাউন্টার৷ এগুলি দেখতে সাধারণ এটিএমের মতো দেখতে হলেও টাকা তুলতে লাগবে না ডেবিট বা ক্রেডিট কার্ড৷ কেবল নিজের স্মার্ট ফোন থেকে QR কোড স্ক্যান করেই টাকা তোলা যাবে৷ যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকেই টাকা তোলা যাবে৷যে কোনও ব্যাঙ্কের এটিএম কাউন্টারে গিয়ে প্রথমে মেশিনের স্ক্রিনে লিখতে হবে টাকার অঙ্ক৷ টাকার অঙ্ক লিখলেই স্ক্রিনে ভেসে উঠবে QR কোড৷ এবার নিজের স্মার্ট ফোন থেকে QR কোড স্ক্যান করতে হবে৷ QR কোড স্ক্যান করে পিন দিলেই এটিএম থেকে বেরিয়ে আসবে টাকা৷